|
golpo-ghar.blogspot.com |
আজকের যুগে ওয়েব সাইট থাকা কেন দরকার, কি হবে ওয়েব সাইট থাকলে এরকম প্রশ্ন এবং ব্লগার নিয়ে বেশ বিস্তারিত আলোচনা হয়েছে এই পোস্টে। ওখান থেকে সবকিছু ভালোমতো জেনে নিন। আমরা আজকের এই পর্বে শিখবো কীভাবে ব্লগারে একাউন্ট করতে হয় এবং কিছু সাধারণ ট্যাব এর পরিচিতি। তাহলে শুরু করা যাক…..
আমাদের কী কী প্রয়োজন ??
- জিমেইল একাউন্ট। ( সবারই হয়তো আছে )
- মোবাইল অথবা কম্পিউটার।
- ইন্টারনেট কানেকশন।
উপরের সবকিছু যদি থাকে তাহলে নিচের স্টেপ গুলো ফলো করা শুরু করুন।
স্টেপ-১
প্রথমেই এই লিংক এ চলে যান https://blogger.com তাহলে একটি ওয়েব পেজ পেয়ে যাবেন যেটা ব্লগার এর অফিশিয়াল হোম পেজ।
স্টেপ-২
এখন মাঝখানের CREATE YOUR BLOG অথবা উপরের ডান পাশে একটা SIGN IN বাটন আছে ওটাতে ক্লিক করুন।
স্টেপ-৩
এখন আপনি যেই ইমেইল দিয়ে ওয়েব সাইট তৈরি করতে চান সেই ইমেইল দিয়ে দিন। ভালো হয় যদি একটা নতুন ইমেইল খুলে নেন এবং সেই ইমেইল দিয়েই ডোমেইন সহ এই সিরিজের যাবতীয় কাজ করবেন। ইমেইল দিয়ে তারপর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
স্টেপ-৪
এবারে এখানে Display Name এ আপনার নাম দিয়ে দিন এবং Continue to Blogger এ ক্লিক করুন।
স্টেপ-৫
একটা পেজ আসবে সেখান থেকে CREATE NEW BLOG এ ক্লিক করুন।
স্টেপ-৬
এবারে Title এর ঘরে আপনার ওয়েব সাইটের নাম দিন।
Address এর জায়গায় আপনার ওয়েব সাইটের ঠিকানা দিতে হবে। যেকোন কিছু একটা দিয়ে দিন আমরা পরে এটা পরিবর্তন করে ফেলতে পারবো।
যদি একই রকম এড্রেস থাকে তাহলে ওই এড্রেস বক্সের ডান কোনায় x চিহ্ন আসবে তখন অন্য ঠিকানা দিবেন।
যদি ওই ডান কোনায় টিক চিহ্ন আসে তাহলে ওই ডোমেইন বা এড্রেস টি আপনি ইউজ করতে পারবেন। এটা হবে গুগল থেকে দেয়া আপনার ফ্রি ডোমেইন।
এখন যেকোন একটা থিম সিলেক্ট করুন। পরে নিজেদের মতো একটা থিম দিয়ে দেবো।
স্টেপ-৭
এখন সবকিছু ঠিকঠাক মতো দিয়ে থাকলে Create blog বাটনে ক্লিক করুন।
ব্যাস!! আমরা আমাদের ওয়েব সাইট তৈরি করে ফেলেছি।
ট্যাব পরিচিতি
আমরা আমাদের ওয়েব সাইট সফল ভাবে তৈরি করেছি। কিন্তু, আমরা হয়তো কনফিউশন এ আছি যে ওই ট্যাব গুলো আছে যেগুলো বাম পাশে ওগুলোর কাজ কি। চলুন দেখে নেই ওই ট্যাব গুলোর পরিচিতি।
Stats
এই ট্যাবে আপনি আপনার ব্লগের কোন পোস্টে কত ভিউ, কোথায় থেকে ভিজিটর আসছে সব কিছু ডিটেইলস দেখতে পারবেন।
Comments
কেউ আপনার ব্লগে কমেন্ট করলে সেটা দেখতে পারবেন এখানে এবং স্প্যাম কমেন্টও চিহ্নিত করতে পারবেন।
Earnings
এটা গুগল এডসেন্স এর ট্যাব। এখন বোঝায় দরকার নাই পরে প্রয়োজন মতো এটা সম্পর্কে জানবেন।
Pages
আপনার সাইটের পেজ এখান থেকে তৈরি করতে পারবেন। এটাও পরে বিস্তারিত আসবে।
Layouts
এটা খুব গুরত্তপুর্ন ট্যাব, সাইটের সব ডিজাইন + ফাংশন এখান থেকে ম্যানেজ করতে হয়।
Theme
এখান থেকে আমরা সাইটের থিম আপলোড + চেঞ্জ সহ অনেক কিছু করতে পারবো।
Settings
এটা সেটিং ট্যাব। সাধারণ কিছু সেটিং করতে হবে যেগুলো আমরা পরবর্তী পর্বে দেখব।
উফফ!! পোস্টে বেশি স্ক্রিনশট এর কারনে লিখতে বেশ কষ্ট হয়। তাই অপ্রয়োজনীয় স্ক্রিনশট বাদ দিয়ে দিয়েছি। তবুও যদি বুঝতে কষ্ট হয় তাহলে বলবেন । আগামী পর্বে দেখবো কীভাবে পোস্ট করতে হয় এবং সাধারণ কিছু সেটিং কীভাবে করতে হয়।
আপনি যদি সিরিয়াসলি ব্লগিং করে টাকা আয় করতে চান তাহলে টিউটোরিয়াল গুলো মনোযোগ দিয়ে দেখুন আর সাথে সাথে পোস্ট লিখে রাখুন। কারণ, যখন SEO করব তখন কমপক্ষে ১০ টা পোস্ট না হলে হবে না। তাই, পাবলিশ করার দরকার নেই আপনি জাস্ট পোস্ট লিখে রাখুন। পরের পর্ব থেকে পোস্ট করা শুরু করব।
আমি তো সিরিজ মতো পোস্ট করছি আপনি আমার অনুরোধ শুনেছেন তো ?? গত পর্বে যেটা বলেছিলাম।
যদি বুঝতে কোনো ঝামেলা হয় বা কোনো মতামত থাকে তাহলে এখনই কমেন্ট করে বলে ফেলুন।
লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।
0 Comments
Thanks for your valuable comment. We will be back soon.
Thank you 😊😊😊