![]() |
golpo-ghar.blogspot.com |
-Guru
ভালোবাসলেই নাকি আজকাল
নিয়ম করে সকাল সন্ধ্যা -
শুভ বার্তা পাঠাতে হয়।
ঘণ্টার পর ঘণ্টা ফোনালাপে ব্যস্ত হতে হয়,
নিত্যনতুন বর্নিল সাজে মুগ্ধ করতে হয়,
রোজই বাহারি উপহার দিয়ে মন পেতে হয়
ভালোবাসলেই নাকি শরীর ছুঁতে হয়!
এদিক ওদিক হলেই তো 'বিচ্ছেদ'।
দূরত্ব সে তো পারেনি কমাতে গুরুত্ব,
একগুচ্ছ ফুলের স্নিগ্ধতায় বিমুগ্ধ মুখ,
কি করে মেকাপহীন রূপে মুগ্ধতা ছড়াও?
কিংবা একলা থাকার ক্ষণে -
প্রতিক্ষার তীব্র ব্যকুলতা।
না থাকার মাঝেও সবটা জুড়ে থাকা,
না বলার মাঝেও বলা কথা।
ছুঁয়ে দাও আমায়!
ঘুমের ঘোরে আনমনে ডেকে ওঠা,
তোমায় ঘিরে থাকা সবকিছুই যে
ভীষণ প্রিয় আমার।
তোমারও তো ঠিক তাই!
সাথে বিচ্ছেদ ও!
আমরা তো কেবল ভালোবেসেছি ,
প্রেম করিনি কখনও।
0 Comments
Thanks for your valuable comment. We will be back soon.
Thank you 😊😊😊