![]() |
golpo-ghar.blogspot.com |
-Guru
নাহয় মন কোথায় ছুটে যায় ?
আমায় ছেড়ে কিসের আশায় কার পানে ?
নাহয় কার জন্য এতো লিখি?
কার জন্য এতো প্রেমের মাধুরী মিশিয়ে শব্দ চয়ন করি ?
নাহয় এত আনমনা হয়ে য়ায় কেন ?
কার জন্যই বা এতো ছটপট করে
বুকের খাচাঁয় বন্দি করা পাখি!
নাহয় সারাক্ষন কারে ভাবি ?
কার ছবি হৃদয় ক্যানভাসে আঁকি!
নাহয় আমি এত উদাস কেন ?
কার মায়ায় জড়াতে চাই মন?
নাহয় আমি নিথর কেন ?
কোন বেদনায় কিসের বিষে অঙ্গ নীল ?
নাহয় আমি এতো বিভোর থাকি কেন?
আমারি অজান্তে আমি হারায় কার ঠিকানায়,,
গভীর ভাবে!
না হয় আমার কেন এতো শূন্যতা লাগে,,
কার সন্ধানেই বা সন্ন্যাসী হয় মন..!
0 Comments
Thanks for your valuable comment. We will be back soon.
Thank you 😊😊😊