![]() |
golpo-ghar.blogspot.com |
-Guru
তবে বিচ্ছেদ সইবার ক্ষমতাটা নিয়ে আসব সাথে করে,
যেন বিচ্ছেদের ঝড়ের তাণ্ডবে ওই গাছটার মতো
উপড়ে না যাই......
তবে বিশাল সমুদ্রটা নিয়ে আসব সাথে করে,
যেন দীর্ঘশ্বাসের উত্তাপে আর পুড়ে ছারখার না হয়
আমার শহর.....
তবে এক আকাশ বৃষ্টি নিয়ে আসব সাথে করে,
যেন প্রত্যাখ্যানের দহনটা ঝড়ো বৃষ্টিজলে ধুয়ে
নিয়ে যায়......
তবে একটা আস্ত পাহাড় নিয়ে আসব সাথে করে,
যেন কষ্ট গুলোকে জমিয়ে রাখতে পারি
পাহাড়ের চূড়াতে......
তবে পুরো পৃথিবীর মানচিত্র নিয়ে আসব সাথে করে,
যেন হারিয়ে গেলে খুঁজে পাই পৃথিবীর যেকোনো প্রান্তে......
তবে তোমাকেই ভালোবাসবো আর কাউকে নয়,
যেন তোমার বিরহটাই আবার বইতে হয়.....
কারণ তুমি আমার পুরোটা জগৎময়......
0 Comments
Thanks for your valuable comment. We will be back soon.
Thank you 😊😊😊