ভালোবাসার অধিকারে। The right to love.

Ads Inside Post

ভালোবাসার অধিকারে। The right to love.

golpo-ghar.blogspot.com
golpo-ghar.blogspot.com


     -Guru
শুনেছি-
ছেলেদের বাম পাঁজরের অংশ দিয়ে-
তার প্রিয়তমাকে সৃষ্টি করা হয়!
আমি চাই তুমিই আমার সেই অংশ হও।
জন্মের আগেই নাকি প্রতিটা মানুষের ভাগ্য লিখা হয়ে যায়,
আমি চাই আমার সেই অজানা অচেনা ভাগ্যে তুমিই লিখা থাকো।
শুনেছি-
মানুষ তার আপনজনকে হাতের রেখায় খোঁজে,
কিন্তু আমি তোমাকে দুই হাতের প্রার্থনায় খুঁজতে চাই।
শুনেছি-
হাতের অনামিকা অন্য আঙুল গুলোর চেয়ে স্পেশাল
শুধু মাত্র জীবন সঙ্গি সে আংঙুলে আংটি পরাতে পারে!
আর আমি চাই তোমার সেই অনামিকাতে পূর্ণতা দিতে।
শুনেছি-
আজ কাল সবাই ভালোবাসার মানুষকে কাঠগোলাপের লাল, সাদা কিংবা অন্য কোনো রঙ উপহার দিচ্ছে!
আর আমি তোমায় শুধু কৃষ্ণচূড়ার লাল দিতে চাই।
শুনেছি-
সবাই কাশঁফুল দেখাচ্ছে তার কাছের মানুষটাকে!
কিন্তু আমি তোমায় সবুজ ঘাসে ভরা মাঠ দেখাতে চাই।
যার মেয়াদ সাময়িক নয়,
তোমার মন খারাপের সময় যেন সবুজ ঘাসে খালি পায়ে হাটঁতে পারো।
শুনেছি-
সবাই আজ কাল ভালোবাসার মানুষের সাথে অনলাইনের আলাপে ব্যস্ত থাকে,
রাত কাটিয়ে সকাল পেরিয়ে যায়।
কিন্তু আমি!
তোমায় যান্ত্রিকতায় খুঁজে বেড়াতে চাই না!
অফলাইনে থেকে হটাৎ করে
তোমার কথা মনে করে অজান্তেই একটু হাসতে চাই।
অফলাইনেও তোমাতে আমি আসক্ত থাকতে চাই।
শুনেছি-
ভালোবাসলে হাত ধরে বিকেল কাটাতে হয়,
সাক্ষাৎ করতে হয় রুটিন করে,
কিন্তু আমি তোমায় মাস খানেক পর পর না হয় একটা নজর দেখতে চাইব,
তোমার হাসি মাখা মুখ দেখেই বিকেল কাটাব।
সবার মত আমি তোমায় রেষ্টুরেন্টে নিয়ে গিয়ে সময় কাটাবো না,
কোনো রাস্তার মোড়ের ভাঙা টং দোকানে তোমায় নিয়ে এক কাপ চা খাব।
কোনো এক শুভ ক্ষনে আমার আপনজনদের নিয়ে তোমার আঙিনায় হাজির হবো।
তোমার অভিভাবকের নিকট থেকে তোমার হাতটা সারাজীবনের জন্য চেয়ে নিবো।
ভালোবাসা দিয়ে ভালোবাসার অধিকারে তোমাকে জড়িয়ে রাখব।
তোমার ভালোবাসাতে হৃদয়ের হৃদস্পন্দনের মতো আজীবন আসক্ত হয়ে থাকব।



Post a Comment

0 Comments