![]() |
golpo-ghar.blogspot.com |
-Guru
পার্কের বেঞ্চে বসে বাদাম খাওয়ার ভালোবাসা নয়!
দামী রেস্তুরায় মুখোমুখি বসে,
স্যুপের বাটিতে চামচ ডুবানো
ভালোবাসা নয়!
হাজারো দামী উপহার আর রঙ্গীন গোলাপ দিয়ে আয়োজন করা ভালোবাসা নয়!
চিৎকার করে গগন ফাঁটিয়ে
লোক দেখানো'
ভালোবাসা নয়!
আমায় শুধু তোমাকে অনুভব করার মত একটু হৃদয় নিংড়ানো
ভালোবাসা দিও!
হৃদয় রক্তক্ষরনে সিক্ত এক মুঠো খাঁটি,
ভালোবাসা প্রতিদিন দিও!
একটি শুভ্র বকুলফুলের মালার প্রতি যতটুকু ভালোবাসা,
ঐ এক টুকরো শুভ্র ভালোবাসাই আমাকে তুমি দিও!
তোমায় শূন্যতায় তীব্র অভিমান জমে কান্না আসার মত,
এক ফোঁটা ভালোবাসা দিও!
চোখ বন্ধ করলেই তোমাকে শিরা উপশিরায় উপলব্দি করার মত,
এক বিন্দু ভালোবাসা দিও!
সমস্ত হৃদয় উজার করে,
নিখুঁদ একটা ভালোবাসার জগৎ দিও!
0 Comments
Thanks for your valuable comment. We will be back soon.
Thank you 😊😊😊