golpo-ghar.blogspot.com |
কয়েকটা অপ্রীতিকর কথা বলব যাদের মনে আঘাত লাগবে তারা স্ব-সম্মানে ক্ষমা করবেন।
সবাই ঘরে থাকলে ফসল ফলবেনা, ফললেও সেটা আমাদের ৮/১০ তালা উঁচু বাসাতে উড়ে আসবেনা।
ফ্যাক্টরি বন্ধ মানে সব জিনিসের উৎপাদন বন্ধ থাকবে বা খুবই কমে যাবে।
করোনা পরবর্তী পৃথিবী কি হতে যাচ্ছে আমরা কেউই জানিনা কিন্তু এটা জানি যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হবে। সেই অবস্থা কিভাবে ফেস করতে হবে আমরা জানিনা।
সেজন্য আপনি আগামী কয়েক মাস কিভাবে সারভাইভ করতে পারেন?
- মুখরোচোক খাওয়া আপাতত বন্ধ রাখুন।
সাধারণ খাবার খাওয়া অভ্যাস করুন।
- কয়েক পদ না খেয়ে এক বা দুই পদ দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করুন।
- যাদের বাচ্চা মুরগির রান, গরুর মাংস ছাড়া খায়না তারা বাচ্চাদের অভ্যাস চেঞ্জের ট্রাই করুন।
সিম্পল খাবারের অভ্যাস করুন। ( এটা অবশ্য সবসময়ের জন্যই প্রযোজ্য)
- যে কদিন এখনো কমবেশি সবজি পাওয়া যাচ্ছে সবজি খান। কদিন পরে পাবেন কিনা নিশ্চয়তা নেই, একেবারেই নেই।
- মাছ মাংস গুচ্ছের করে রাঁধবেন না। একটু কম করেই নাহয় খান।
- বাসায় বসে আছি বলে পোলাও গোস্ত খেয়ে পেট ভরে বিলাসিতা করবেন না।
সামনে যে দিন আসছে আলু বাজারে পাবেন কিনা গ্যারান্টি নেই!
সো কিপ্টা হোন।
- বাসায় আছেন নিত্য নতুন মজাদার রান্না করছেন, এক্সপেরিমেন্ট করছেন, বাহারি আইটেম করছেন।
বেশ ভালো সময় কাটছে।
কদিন পরে যখন বাজারে আটা, ময়দা, চিনি ইত্যাদি প্রয়োজনীয় খাদ্য পাবেন না তখন খাবেন কি?
- নিজেরা এবং বাসার বাচ্চাদের খাবারের অভ্যাসে বদল আনুন।
- আমার টাকা আছে আমি ইচ্ছামত খরচ করবো এই ভাবনা থেকে বেরিয়ে আসুন।
ফ্যাক্টরিতে উৎপাদন না হলে টাকা খেয়ে তো বাঁচতে পারবেন না!
- ঘরে বসে আছেন বলেই বেলায় বেলায় নিত্য নতুন নাস্তা বানিয়ে খেয়ে জমানো শুকনো খাবারের মজুদ শেষ করে ফেলবেন না।
সামনে আরও কঠিন দিন আসতে পারে ।
- ভোগবাদী আচরণ থেকে বের হয়ে মিনিমালিস্ট আচরণ করুন।
- সিচুয়েশন অনুযায়ী আচরণ করুন।
বাচ্চাকেও জরুরি অবস্থার সাথে এডাপ্ট করান।
- যাদের বাড়িতে গাছপালা লাগানোর সুযোগ আছে তারা নিজেদের সবজি কিছু হলেও নিজেরা উৎপাদন করার সুযোগ পাচ্ছেন, কাজে লাগান।
- খাবার অপচয় করবেন না। এক দানাও না।
* কাপড়ের দাম বেড়ে যাবে। সেজন্য পুরাতন কাপড় যেটা আপনার প্রয়োজন হবেনা ফেলে না দিয়ে জমিয়ে রাখুন এবং অবশ্যই যত্ন করে।
অনেক মানুষ আছে যাদের কাপড় কেনার ক্ষমতা থাকবেনা।
আপনার, আপনার বাচ্চার পুরাতন কাপড়ে তাদের লজ্জা নিবারণ হবে।
অনেকে মাইন্ড করতে পারেন যে কম খাওয়া পরা নিয়ে কেন এতবার বলছি।
আগামীতে কেমন দিন আসছে যেহেতু জানিনা একটু কম কম খাওয়া পরার অভ্যাস করলে সমস্যার কিছু নাই ভাই।
সব নরমাল হলে নাহয় আবার বেশি বেশি খেয়েপরে উসুল করে নিলেন।🙂
আপদকালীন সময়টা বুঝে চলুন। বিলাসী আচরণ পরিহার করুন।
দান বা ত্রাণ দেয়ার সময় চলে যাচ্ছেনা বরং আসছে। সো হুড়োহুড়ি প্রতিযোগিতা করে রাস্তায় দান করা শুরু করবেন না। তাহলে কেউ বারবার পাবে কেউ এক্দম পাবে না।আগে নিজের চারপাশে দেখুন কার কি অবস্থা। অবস্থা বুঝে সাহায্য করুন।
After corona the world won't be the same!
Be minimalist, be safe.
0 Comments
Thanks for your valuable comment. We will be back soon.
Thank you 😊😊😊