২৬ মার্চ উপলক্ষে এসে গেলো আলাপ এ্যাপ, কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট যে কোন নাম্বারে – বিটিআরসি

Ads Inside Post

২৬ মার্চ উপলক্ষে এসে গেলো আলাপ এ্যাপ, কথা বলুন ৩০ পয়সা প্রতি মিনিট যে কোন নাম্বারে – বিটিআরসি

 

golpo-ghar.blogspot.com
golpo-ghar.blogspot.com

বর্তমানে সকল অপারেটরের কল রেট অনেক বেশি, যাদের গার্লফ্রেন্ড আছে তারাতো কলরেটের জ্বালায় ঠিকমত কথা বলতে পারেনা। শুধু গার্লফ্রেন্ডই না যারা ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে লম্বা সময় কথা বলে তাদের কলরেটের জ্বালায় জীবন শেষ।

তাদের সকল সমস্যার অবসান ঘটালো বিটিআরসি।


সরকারি আইপি কলিং অ্যাপ আসছে ২৬ মার্চ

অবশেষে আইপি কলিং অ্যাপ চালু করছে সরকারি কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

২৬ মার্চ এই অ্যাপের উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অ্যাপটির নাম ‘আলাপ’।

এই অ্যাপটির অনেকটা বিলিয়েন্ট অ্যাপ এর মত ।

বর্তমানে ব্রিলিয়ান্ট অ্যাপটি ঠিকমতো কাজ করছে না এবং নানান ধরনের সমস্যা লেগেই আছে।

যেহেতু এটি বাংলাদেশ সরকার কর্তৃক নির্মিত একটি অ্যাপ হবে, তাই এটি ইউজার ইন্টারফেস অনেক ভালো হবে আশা করি।

এছাড়াও এই অ্যাপে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টের অফার দেয়া হবে।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, প্রচলিত আইপি কলিং অ্যাপ থেকে বাড়তি নানা সুবিধা থাকবে আলাপে ।

‘অ্যাপ হতে যেকোনো মোবাইল বা ল্যান্ড নাম্বারে কল করতে এতে মূল খরচ ৩০ পয়সা।

ভ্যাট ও অন্যান্য চার্জসহ সেটি ৩৪ দশমিক ৫ পয়সা মিনিটে গ্রাহকরা কথা বলতে পারবেন এতে।

আর অ্যাপ হতে অ্যাপে তো বিনা পয়সায় কথা বলা যাবেই’ বলেছেন তিনি।

অ্যাপ নামিয়ে নিবন্ধন করলেই ১৫ মিনিট ফ্রি টক টাইম পাবেন গ্রাহকরা।

অ্যাপটি ব্যবহার করতে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র ও ছবি দিতে হবে অ্যাপে।



এ্যাপটি এসে গেছে, নিচ থেকে ডাউনলোড করুন।

Download BTRC Alap App

Now Enjoy



 

আশা করি এ্যাপটি আপনার অনেক কাজদিবে।

আমি এ্যাপটি ব্যবহার করেছি এবং ব্যবহার করে দেখেছি যে অ্যাপটি অনেক ফাস্ট এবং যে কাউকে কল দিলে কল কোয়ালিটি অনেক ভাল পাওয়া যায়। আশা করছি এই অ্যাপটি নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন এবং যেহেতু একটি প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং এটা প্রথম ভার্সন তাই পরবর্তী আপডেট ভার্সনে আরো উন্নত হবে।




Post a Comment

2 Comments

Thanks for your valuable comment. We will be back soon.
Thank you 😊😊😊