আদুরি পিচ্চি বউ

Ads Inside Post

আদুরি পিচ্চি বউ

২য়-পর্ব

পিচ্চিটার টোঠ আমার টোঠের একদমকাছে নিয়ে আসল, পিচ্চিটার নিঃশ্বাস আমার মুখের ওপর পরছে, পিচ্চিটা নিজের টোঠ আমার এতই কাছে নিয়ে এল যে বুঝতেই পারছিনা কোনটা ওর নিঃশ্বাস আর কোনটা আমার নিঃশ্বাস,,,
আমি পিচ্চিটাকে কিছু বলতে যাব,,
তখনই খপ করে নিজের টোঠ আমার টোঠে লাগিয়ে দিল,,
আমি মুখে কোনো শব্দ করতে পারছি না,,
শুধু মুখ দিয়ে উমমম,,,উমম শব্দ বের হয়ে আসছে ৷
কিছুক্ষণ পর পিচ্চিটা নিজের টোঠ সরিয়ে আমার কপাল নিজের কপাল লাগিয়ে জুরে জুরে শ্বাস নিতে লাগল লাগল,,
আমি পিচ্চিটাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিলাম,,
হাত দিয়ে টোঠ মুছতে মুছতে বললাম,,
-- এই পিচ্চি সয়তান্নি তুই এটা কি করলি?
-- আমি যে পিচ্চি না সেটার প্রমান দিলাম,,৷
-- সররর,,,
ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে যেতে লামলাম,,
অনেক্ষণ ধরে বাথরুম বসে বসে মোবাইল টিপছিলাম,, পিচ্চিটার সামনে ইচ্ছেই করছে না, অনেক রাগ হচ্ছে পিচ্চিটার ওপর, এইটুকু পিচ্চি একটা আমাকে কিস করছে,, এটা ভাবতেই সারা শরির জ্বলছে,, আব্বুর ভয়ে পিচ্চিটাকে কিছু বলতেও
পারছি না,, বাথরুমের বাইরে থেকে পিচ্চিটার ডাক শুনলাম,,
-- এই যে,,, এতক্ষণ ধরে বাথরুমে কি করছ, বেরিয়ে আসছ না কেন?
বাথরুমেই ঘুমিয়ে পড়লে নাকি?
আমি কোনো উত্তর না দিয়ে মোবাইল টিপছি,,
কিছুকণ থেমে পিচ্চিটা আবার ডাকতে লাগল,,
-- এই যে শুনচ্ছ,, বেরিয়ে আস না
পিল্জ,,,আমার একা একা ভয় লাগছে ৷
আমি মনে মনে বললাম,,
তর ভয় লাগছে তো আমি কি করব? কোলে নিয়ে নাচব নাকি? পিচ্চি সয়তান্নি
একটা,,৷
এবার পিচ্চিটা বাথরুমের দরজাটা জুরে ধাক্কা দিতে লাগল,,
-- দরজা খুলছ না কেন? পিল্জ দরজাটা খুল,,৷
এবার পিচ্চিটা নিজেকেই প্রশ্ন করল,,
ওর কিছু হল নাতো?
-- এই কি হল দরজা খুলছ না কেন?( কান্না করে দিল)
কান্না করছে আর জুরে জুরে বাথরুমের দরজাটাকে টেলছে ৷
এবার আমার বেরিয়ে আসা দরকার না হলে পিচ্চিটার কান্না শুনে আব্বু আম্মু চলে
আসবেন,,
আমি দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম,,
আমাকে দেখেই পিচ্চিটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল,,
আর বলতে লাগল,,
-- তুমি ঠিক আছ তো? তোমার কিছু হয় নাই তো? এতক্ষণ দরজা আটকিয়ে কি করছিলে? জান আমি কতটা ভয় পেয়ে গেছিলাম?
একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে,,
আমি পিচ্চিটাকে নিজের থেকে ছাড়িয়ে বললাম,,
-- সত্যিই তুই একটা পিচ্চি ৷
বলেই পিচ্চিটাকে পাশ কাটিয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সুফাতে চলে
গেলাম,,
পিচ্চিটা আমার পিছে পিছেই আসল,,
আমি সুফাতে বালিশ রেখে ঘুমাতে যাব,,
তখনই পিচ্চিটা আমাকে বলল,,
-- তুমি সুফাতে ঘুমাবে না, আমার সাথে বিছানাতে ঘুমাবে ৷
-- আমি তর সাথে ঘুমাতে পারব না ৷
-- তুমাকে আমার সাথেই ঘুমাতে হবে, নাহলে কিন্তু....
-- না ঘুমালে কি করবি হ্যা?
ওর মুখমুখি হয়ে কথাটা বললাম,,
-- আমার সাথে না ঘুমালে শশুর আব্বুকে ডাক দিব, আর বলবো তুমি আমাকে
মারছ,,
-- কি বললি আমি তকে মারছি?
-- তুমি আমাকে মার নাই সেটা শুধু আমি আর তুমি জানি, আব্বু তো আর জানেন না৷
-- তুই আমাকে Blackmaill করছিস ?
আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করল,
-- তুমি বল আমার সাথে ঘুমাবে, নকি আমি আব্বুকে ডাক দিব?
-- তর মত পিচ্চি সয়তান্নির সাথে আমি ঘুমাতে পারব না ৷
-- ওকে তাহলে আমি আব্বুকে ডাক দেই,,
আব্বুওও....
আমি ওর মুখ চেপে ধরে বললাম,,
--এই এই কি করছিস, আমি ঘুমাব তো তর সাথেই ঘুমাব, পিল্জ আব্বুকে ডাক দিস না,, পিচ্চি সয়তান্নি একটা,,,
-- হিহিহিহি,,,
শেষ পর্যন্ত পিচ্চিটাকে নিয়ে বিছানাতে ঘুমাতে গেলাম,,
ওর বালিশটা টেলে একপাশে দিলাম, আমার বলিশটা টেনে অন্যপাশে আনলাম,,
আমাদের মাঝখানে বড় গেপ রাখলাম,, লাইট নিবিয়ে বালিশে মাথা রাখলাম,,
হুট করে পিচ্চিটা নিজের বালিশ ছেড়ে আমার বালিশে চলে আসল,,
সুজা আমার বুকে মাথা রেখে দুই হাত দিয়ে আমাকে জরিয়ে ধরল,,
আমি সাথে সাথে ওকে আমার থেকে ছাড়িয়ে নিলাম,,
-- এই পিচ্চি কি করছিস, তর বালিশে গিয়ে ঘুমা ৷
-- নাহ,, আমি তোমার বুকেই ঘুমাব ৷
-- তর বালিশে গিয়ে ঘুমা বলছি ৷(ধমক দিয়ে বাললাম)
পিচ্চিটা উল্টা আমাকে ধমক দিয়ে বলল,,
-- আমাকে তোমার বুকে ঘুমাতে -- আমাকে তোমার বুকে ঘুমাতে দিবে?
নাকি আমি শশুর আব্বুকে ডাক দিব?
আব্বুওও....
আমি আবার পিচ্চিটার মুখ চেপে ধরে বললাম,,
-- এই পিচ্চি সয়তান্নি, কথায় কথায় আব্বুকে ডাক দিস কেন?
অতঃপর বাধ্য হয়ে পিচ্চিটাকে বুকে নিয়ে ঘুমালাম ৷
সকালে ঘুুম থেকে উঠে মেয়েটার কান্ড দেখে আমি অবাক হয়ে গেলাম...
------------------------
পিচ্চিটার একটা পা আমার পেটের ওপর,আর আমার মাথাকে নিজের বুকে শক্ত
করে জড়িয়ে আমাকে কোল বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে,,
আমি পিচ্চিটার বাহু থেকে নিজেকে ছাড়নোর চেষ্টা করছি, কিন্ত পিচ্চিটা আমাকে ছাড়ছেই না আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরছে,, তারমানে পিচ্চিটা এখন জেগেই আছে,,
আমি বললাম,,
-- এই পিচ্চি আমাকে ছাড় বলছি ৷
পিচ্চিটা আমাকে ছাড়ছেই না,,
আমি এবার জোর করে পিচ্চিটার থেকে ছুটে আসলাম,,,
ফ্রেশ হয়ে রুমে এসে দেকি পিচ্চিটা নাই,,
হয়তো ওঠে নিচে চলে গেছে,,
আমি রেডি হয়ে নিচে খাবার টেবিলে চলে আসলাম,,
সবাই একসাথে নাস্তা করছি,,
আব্বু বললেন,,
-- নিয়ান তুই কোথাও বের হবি নাকি?
-- জ্বি আব্বু,, বন্ধুদের সাথে একটু দেখা করতে যাব ৷
-- বউমাকে সাথে করে নিয়ে যা, একটা ভাল কলেজে ভর্তি করে দিস,,৷
-- আব্বু তার ছেয়ে বরং ওকে ওর বাড়িতে পাটিয়ে দাও, দিয়া ওর বাড়ি থেকেই
পড়াশুনা করুক ৷
পিচ্চিটার হাসিমুখ মলিন হয়ে গেল,
আব্বু বললেন,,
-- দিয়া এখন আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ি থেকেই পড়াশুনা করবে,
তকে আমি যেটা বলছি তুই সেটা কর,আমি মুখ গোমরা করে বললাম,,
-- আচ্ছা আব্বু,,৷
পিচ্চিটার মুখে হাসি ফুঠে উঠল,,
.
আমি বাইক নিয়ে পিচ্চিটার জন্য বাইরে দাড়িয়ে আছি, কিন্তু এখনও আসছে না কেন? সেই কখন রেডি হতে গিয়েছিল,, কিছুক্ষণ পর পিচ্চিটা বেরিয়ে আসল,
আমি পিচ্চিটাকে দেখে হা,,করে তাকিয়ে রইলাম, পিচ্চিটাকে সাদা একটা পরি লাগছে, পিচ্চিটা একটা সাদা জামা পড়ে বের হয়ে আসল, টোঠে লাল লিপস্টিক, চোখে গাড় করে কাজল. এক কথায়া অসাধারণ লাগছে পিচ্চিটাকে,
-- এভাবে তাকিয়ে আছ কেন? আমার লজ্জা লাগছে ৷
পিচ্চিটার কথায় আমি ওর থেকে চোখ সরিয়ে নিলাম ৷
-- যেভাবে সেজে আসছিস, বুঝা যাচ্ছে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছিস,,
-- বাহ,,রে, নিজের বরের সাথে আজ প্রথম কোথাও একসাথে বের হচ্ছি, একটু সাজব না?
-- এটাকে একটু সাজা বলে? আচ্ছা তাড়াতাড়ি পেছনে উঠ ৷
পিচ্চিটা একটা লাফ দিয়ে বলল,,
-- ওয়াওও আমরা বাইকে যাব?
-- হুম !
পিচ্চিটা হুট করে আমার গালে একটা চুমু দিয়ে দিল,,!
-- এই পিচ্চি সয়তান্নি আমাকে চুমু দিলি কেন?
পিচ্চিটা আমার কথার উত্তর না দিয়ে বলল,
-- জান, আমার অনেক দিনের সপ্ন আমার বর আমাকে বাইকের পিছনে নিয়ে ঘুরবে, সেই সপ্নটা আজ পূরণ হতে যাচ্ছে ৷
-- তুই সপ্ন দেখ আমি যাচ্ছি !
এই বলে বাইকটা স্টার্ট দিলাম,,
-- এই না না,,, আমি উঠছি ৷
পিচ্চিটা পেছনে উঠে বসতেই আমি বাইকটা ছেড়ে দিলাম,,
.
কিছুক্ষণ পর আমি বাইকটা একটা জায়গায় থামালাম,,
পিচ্চিটা বলল,,
-- আমরা কি কলেজে এসে পড়েছি?
-- নাহ !
-- তাহলে এখানে বাইক থামালে কেন?
-- দরকার আছে !
পিচ্চিটা আর কিছু বলল না, চুপ করে বসে রইল,,
আমি ভাবতে লাগলাম, সামনে তো বন্ধুরা আড্ডা দিচ্ছে, আমার সাথে যদি পিচ্চিটাকে দেখে তাহলে তো আমি শেষ,, আমি ভাবতে লাগলাম কি করা যায়,
হ্যা বুদ্ধি পেয়েছি?
আমি পিচ্চিটাকে বললাম,,
-- এই পিচ্চি আমাকে শক্ত করে জড়িয়ে ধর ৷
পিচ্চিটা খুশি হয়ে আমাকে শক্ত করে ধরল,,,
আমি বাইকটা স্টার্ট দিলাম,, আস্থে আস্থে বাইকের স্পিড অনেকটা বাড়িয়ে দিলাম,,
পিচ্চিটা ভয় পেয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরছে,,
আর আমাকে কি যেন বলছে,, বাতাসের শশশ আওয়াজে পিচ্চিটার কথা আমি ভাল করে শুনতে পারছি না,, আমাদের আড্ডার জায়গা ফেলে আসতেই,
আমি বাইকের স্পিড কমিয়ে দিলাম,, তারপর একটা কলেজের সামনে এসে বাইক
থামালাম,,
পিচ্চিটা বাইক থেকে নেমে কান্না করে দিল,,
-- এএএএএএ....
-- এই পিচ্চি কি হল কি কান্না করছিস কেন?
-- তুমি এএত স্পিডে বাইক চালিয়ে আসলে কেন? এএএএ....আমি কত্ত ভয় পেয়ে
গেছিলাম,,,এএএ....৷
-- সত্যিই তুই একটা পিচ্চি,,, কান্না থামা বলছি সবাই দেখছে,,এভাবে রাস্তায় কান্না
করছিস মানুষ কি ভাববে?
পিচ্চিটা কেদেই চলছে,,৷
-- এই পিচ্চি কান্না থামা বলছি,,, না হলে কিন্তু...??(এবার ধমক দিয়ে বললাম)
এবার আরও জোরে জোরে কান্না করতে লাগল,,,
-- এএএএএ....আমি বাড়িতে গিয়ে শশুর আব্বাকে সব বলব,,তুমি আমাকে
মারছ,,আর অনেক স্পিডে বাইক চালিয়েছ,,,!
-- এই মেয়ে আমি তকে কখন মারলাম,,এটা তো ডাহা মিথ্যা কথা,, ৷
-- এএএএ...
-- আচ্ছা বোন সরি সরি,, এবার কান্না থামা ! দেখ লোকজন কিভাবে আমাদের
দিকে তাকিয়ে আছে,,!
-- এএএএএ...তুমি আবার আমাকে বোন বলছ,,!
এবার কয়েকটা লোক আমাদের এগিয়ে এল,, লোকগুলা আমাদের অনেকক্ষণ ধরে লক্ষ করছিল,,
লোক 1-- কি ভাই,, মেয়েটাকে এভাবে কাদাচ্ছেন কেন?
লোক 2-- মেয়ে দেখলেই পিছনে লাগতে ইচ্ছা করে,,,
বলে লোকটা নিজের হাতের শার্ট ওপরে তুলতে তুলতে আমার দিকে এগিয়ে আসছে,,!
আমি-- আরে ভাই থামেন থামেন,,ওনি আমার বউ,,আমার ওপর রাগ করে কান্না
করছে,,৷ আমার মুখে বউ ডাক শনে মেয়েটা কান্না থামাল,,
লোক 3-- আপু ওনি কি আপনার স্বামী?
-- জ্বি,, ওনি আমার স্বামী ৷
লোকগুলা আমাকে সরি বলে চলে গেল,,,!
পিচ্চিটাকে দেখলাম মাথা নিচু করে হাসছে,,
-- এই পিচ্চি হাসছিস কেন?
-- তুমি আমাকে বউ বলছ তাই খুশি লাগছে,,৷
-- আমার বয়েই গেছে তকে বউ বলতে, আমি তো অই লোক গুলোর হাত
থেকে বাচার জন্য তকে বউ বললাম,,
-- যেভাবেই হোক,, বউ বলছেন তো ৷
.
পিচ্চিটাকে কলেজে ভর্তি করিয়ে আবার বাড়িতে ফিরছি,, এবার বাইকটা আস্থে আস্থেই চালাচ্ছি,, কিছুদূর আগাতেই দেখলাম কয়েকজন লোক রাস্তার মাঝখানে দাড়িয়ে আছে,, আরে এরা তো আমার বন্ধুরা,,
এখন আমি কি করি?
------------------------------------
সবাই আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে,,
আমি বললাম,
-- কিরে তরা এভাবে মাঝরাস্তায় দাড়িয়ে আছিস কেন?
সায়ান-- এদিকে যাওয়ার সময় তকে আমরা পিছন থেকে কত ডেকেছি তুই শুনলি না কেন?(রেগে)
-- অহহ...তরা ডেকেছিলি, আমি হয়তো
শুনতে পারি নাই,,!
রিহান -- কি রে মামা,,পিছনে সুন্দরি মাইয়াটা কে?(আমাকে চোখ টিপে বলল)
আমি এতক্ষণ এটারই ভয় পাচ্ছিলাম,,
সায়ান-- হ্যা রে মেয়েটা কে?
আমি কিছু বলছি না দেখে পিচ্চিটাই বলল,,
-- আমি ওর ব....
পিচ্চিটাকে বলতে না দিয়ে আমি বললাম,,
-- অ আমার চাচাত বোন ৷
পিচ্চিটা আবার কান্না শুরু করে দিল,,
-- এএএএএ... তুমি আমাকে আবার বোন বলছ,, আমি বাড়িতে গিয়ে শশুর আব্বাকে সব বলব ৷ নিজের বউকে বোন বলা হচ্ছে,,৷
আমার বন্ধুরা সবাই একসাথে বলে উঠল,,
"বউউউ"
সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল,, ওরা আমাকে প্রশ্ন করতে যাবে তখনই আমি বললাম,,
-- বাড়ি থেকে ফিরে এসে সব বলছি?
এই বলে বাইক স্টার্ট দিয়ে বাড়িতে চলে আসলাম,,
-- এই পিচ্চি নামম,, বাড়ি চলে এসেছি ৷
পিচ্চিটা বাইক থেকে নামতেই আমি বাইক
আবার স্টার্ট দিলাম,,
পিচ্চিটা বলল,,
-- বাসায় কবে ফিরবে?
-- সেটা তকে বলে যেতে হবে নাকি? (রেগে)
বলেই বাইক চালিয়ে চলে আসলাম
বন্ধুদের কাছে,,
.
বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখণ যে বিকাল 3টা বেজে গেল খেয়ালই করি নাই,, বাসাতে ডুকতেই দেখি আব্বু ড্রইং রুমের সুফাতে বসে আছেন,,
আমাকে দেখে আব্বু সুফা থেকে ওঠে এসে আমার সামনে দাড়ালেন,
তারপর বললেন,
-- তর কি কান্ডজ্ঞান বলতে কিছু নেই?
-- আব্বু.....
-- চুপ কর(ধমক দিয়ে) ঘরে যে তর একটা বউ আছে সেদিকে খেয়াল নেই, মেয়েটা সেই কখন থেকে না খেয়ে তর জন্য বসে আছে, আর তুই সারাদিন বখাটেদের মত ঘুরে বেরাচ্ছিস,,
আর নিজের ফোনটাও অফ করে রাখছিস?
আমি মাথা নিচু করে বললাম,
-- ফোনে চার্জ ছিল না, তাই আপনা আপনিই অফ হয়ে গেছে !
আম্মু এসে বললেন,,
-- যা রুম থেকে বউমাকে নিয়ে আয় !
মেয়েটা সেই কখণ থেকে তর জন্য অপেক্ষা করে বসে আছে ৷
.
আমি রুমে ডুকার আওয়াজ পেয়ে পিচ্চিটা বেলকুনি থেকে দৌরে আমার কাছে এসে
বলল,,
-- তুমি চলে এসে.....
ঠাসসসস..
পিচ্চিটা গালে হাত দিয়ে আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে,,
আমি বললাম,,
--এই পিচ্চি তকে কে বলেছে আমার জন্য না খেয়ে বসে থাকতে?
পিচ্চিটার চোখের পানি গড়িয়ে পড়ল,,
আমি আবার বললাম,,
-- আজ শুধু তর জন্য আব্বু জীবনে এই প্রথম আমাকে বখাটে বলছে ৷
আমার ওপর বউয়ের অধিকার দেখানোহচ্ছে? তকে আমি বউ
হিসেবে মানিনা, আর কোনোদিন মানবও না !অসহ্য একটা,,
পিচ্চিটাকে পাশ কাটিয়ে ওয়াস রুমে চলে গেলাম,,
.
ওয়াস রুম থেকে ফিরে এসে দেখি পিচ্চিটা সেই আগের জায়গাটাতেই দাড়িয়ে আছে,, আমি পিচ্চিটার থেকে দুই-তিন পা সামনে এসে মাথাটা একটু পেছনে ঘুড়িয়ে বললাম,,
-- এই পিচ্চি নিচে আসবি? নাকি আমাকে আরও বকা খাওয়ানোর ইচ্ছা আছে !
-- জ্বি আসছি (ভাঙা গলায়)
.
পিচ্চিটাকে নিয়ে খাবার খাচ্ছি ,, আম্মু পাশেই দাড়িয়ে আছেন,, পিচ্চিকে দেখলাম খাবার না খেয়ে কি যেন একটা ভাবছে,, আর খাবার গুলো হাত দিয়ে শুধু নাড়ছে,,
আম্মু পিচ্চিটাকে বললেন,
-- কিরে মা তুই খাবার না খেয়ে কি ভাবছিস,,
-- কিছু না আম্মু,,
-- তাহলে খাচ্ছিস না কেন?
পিচ্চিটা নিজের গাল থেকে চুলগুলা সরিয়ে কিছুটা ভাত মুখে নিল,,
আম্মু চিৎকার দিয়ে উঠলেন,,
-- সেকি রে দিয়া মা,,তর গালে এটা কিসের দাগ?
আম্মুর কথায়া আমি পাচ্চিটার গালের দিকে তাকালাম,,
পিচ্চিটার গাল অনেকটা লাল হয়ে আঙুলের চাপ দেখা যাচ্ছে,,
আমার আর বুঝতে বাকি রইল না যে এটা আমারই আঙুলেআমারই আঙুলের চাপ,, তখন রাগে থাপ্পরটা অনেক জোরেই মেরেছিলাম,,
আম্মু-- কিরে মা কিছু বলছিস না যে, আমাকে বল কি হয়েছে?
-- এটা হয়তো এলার্জি কারণে হয়েছে আম্মু,,
গালটা অনেক্ষণ ধরে চুলকাচ্ছিল,,
-- ঔষুধ লাগিয়েছিস?
-- না আম্মু পরে লাগিয়ে নিব !
মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হচ্ছে,, আমাকে বাচানোর জন্য মেয়েটা মিথ্যা
বলল,,আর আমি আমি কিনা..........?
.
মেয়েটা আমার আগেই খাবার খেয়ে রুমে চলে গেল,, কিছুক্ষণ পর আমি রুমে গিয়ে দেখি মেয়েটা রুমে নাই, হয়তো বেলকুনিতে আছে, ভাবলাম মেয়েটাকে সরি বলে ভাবলাম মেয়েটাকে সরি বলে আসি,,
আমি বেলকুনিতে গিয়ে দেখলাম,
পিচ্চিটা আনমনে বাইরে তাকিয়ে আছে !
আমি-- স........(আমাকে বলতে না দিয়ে পিচ্চিটা বলল)
-- আপনি আমাদের ডিভোর্স চান তো?
-- .......(আমি চুপ করে আছি)
আমি জানি আপনি আমাদের ডিভোর্স চান, কিন্তু আপনার আব্বুর ভয়ে বলতে
পারছেন না, আর এই বিয়েটাও আপনার আব্বুর ভয়ে করছেন,আপনি চিন্তা
কইরেন না ডিভোর্স হওয়ার পর আপনার আব্বুকে বলব আমি নিজেই আপনাকে
ছেড়ে চলে গেছি, আপনার কোনো দোষ নেই ৷
আপনি ডিভোর্স পেপার রেডি করেন ৷
পিচ্চিটা চোখের পানি মুছে রুমে চলে গেল,,!
আমি কিছুই বলতে পারলাম না !
পরেরদিন বাড়িতে ঘুড়তে যাওয়ার কথা বলে পিচ্চিটাকে নিয়ে উকিলের কাছে
আসলাম,, উকিলের কাছে আসার পর উকিল বলল,,
বিয়ের 6মাস আগে ডিভোর্স দেওয়া সম্ভব না,,
তারমানে আমাদেরকে আরও 6মাস একসাথে থাকতে হবে ৷
তারপর ডিভোর্সের এপলাই করে কোর্ট থেকে বেরিয়ে আসলাম,,
আজ আমি বাইক সাথে আনি নাই তাই রিক্সা দিয়ে বাড়ি ফিরছিলাম,,
অনেকক্ষণ ধরে রিক্সাতে বসে আছি,, কারও মুখে কোনো কথা নাই,, দুজনেই
চুপ করে আছি,, দুজনের নিরবতা ভেঙে পিচ্চিটাই বলল,,
-- আমার একটা কথা রাখবে?
-- হুম,,বল ৷
-- আমরা যেকটা দিন একসাথে থাকব, সেকটা দিন কি আমরা স্বামী স্ত্রীদের মত থাকতে পারি না?
......
.........(চলবে )...........


Post a Comment

0 Comments