১ম-পর্ব
সকালে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম,আম্মু রুমে এসে বলল,
-- নিয়ান তুই কলেজ শেষে তাড়াতাড়ি বাসায় ফিরিস ৷
-- কেন আম্মু?(আমি)
-- আমরা সবাই আজ আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি?(আম্মু)
-- আমরা সবাই মানে? আমি তো যেতে পারব না? আমার exam এখনো শেষ হয়
নাই, কালকে আমার লাস্ট exam,
-- তুই তো আমাকে বলেছিলি তর -- তুই তো আমাকে বলেছিলি তর পরিক্ষা
আজকে শেষ হবে?
আম্মু কিছুক্ষন কি যেন একটা ভাবল,,
তারপর বলল,,
--আচ্ছা তুই কালকে পরিক্ষা দিয়ে পরের দিন চলে যাস, আমরা আজকে যাই ৷
-- আচ্ছা ৷
আমি আবার বললাম,,,
-- আম্মু হঠাৎ তোমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা কেন মনে হল?
-- আগামী শুক্রবারে দিয়ার বিয়ে ৷
-- কি বল কি আম্মু এত পিচ্চি একটা মাইয়ার কিভাবে বিয়ে হবে?
-- পিচ্চি কোথায় দিয়া তো এবার ssc পাস করেছে ৷
-- ssc পাস করেছে বলে বিয়ের বয়স হয়ে গেছে? হায়রে গ্রামের মানুষ ৷
-- তকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই শুধু ঠিক সময়ে পৌছে যাস, যা এখন কলেজে যা৷
আমার পরিচয়টা দিয়ে দিই,, আমি নিয়ান অনার্স লাস্ট ইয়ারের exam দিচ্ছি ৷
দিয়া হল আমার চাচাত বোন,পিচ্চি একটা মেয়ে ৷ জানিনা চাচা কেন এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছেন ৷
পরের দিন পরিক্ষা দিয়ে,,,
বৃহস্পতিবার মানে দিয়ার গায়ে হলুদের দিন আমি গ্রামের বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটলাম,,
সকাল 6.30মিনিটে ট্রেন, তাই আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে
স্টেশনে পৌছলাম,,, এতদিন পরিক্ষা দিয়ে ইট পাথরের দুনিয়া থেকে বেরিয়ে গ্রামের সবুজ পরিবেশে যাচ্ছি, অনেক খুশি খুশি লাগছে, আর অনেক দিন পর গ্রামের বাড়িতে একটা বিয়ে খাচ্ছি, গ্রামের বিয়ের মজাই আলাদা, যা শহরের বিয়েতে পাওয়া যায় না ৷
সকাল 7টা,,, ট্রেন চলছে তার দূরন্ত গতিতে,, আমার কানের ইয়ারফোন বাজছে
রোমান্টিক গান ৷ দুপুর 12.30মিনেটে এসে মেহেরপুর স্টেশনে পৌছলাম,
যেহেতু চাচাদের বাসা স্টেশন থেকে বেশি দূরে না তাই ভাবলাম রিক্সা দিয়েই যাই,
রিক্সা দিয়ে গেলে গ্রামের সবুজ পরিবেশটা ভাল করে দেখতে পারব, রিক্সা চলচে আপন গতিতে, চারিদিকে শুনশান বাতাস পাখির কিছিরমিছির সবুজে গেরা মাঠ,
অনেক ভাল লাগছে, কিছুক্ষণ পর রিক্সা এসে থামল চাচার বাড়ির সামনে,
আসলে চাচা হলেন এই এলাকার চেয়ারম্যান তাই রিক্সাওয়ালাকে চাচার
নাম বলাতেই একেবারে বাড়ির সামনে এনে নামিয়ে দিল, গেট খুলে বাড়িতে ডুকলাম ,বিসাল বাড়িটা খুব সুন্দর করে সাজানো ৷
আমি গেটের ভিতরে ডুকা মাত্রই শিহাব (দিয়ার ছোট ভাই) আমাকে দেখে
দৌরে ঘড়ের ভিতরে যেতে যেতে জুরে জুরে বলতে লাগল,
শিহাব-- নিয়ান ভাইয়া এসে গেছে, আম্মু,আব্বু,আপু সবাই এসে দেখ নিয়ান
ভাইয়া চলে এসেছে, শিহাবের ডাকে সবাই ঘড় থেকে বেড়িয়ে আসল, সারা বাড়ির সব আন্তীয় সজনও বেড়িয়ে এসে আমাকে গিরে দাড়াল,,
সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি বুঝলাম না সবাই আমাকে দেখে এরকম রিয়েক্ট করছে কেন? আর সবাই আমাকে এরকম ভাবে দেখছে কেন?
দিয়াকে দেখলাম সবার পিছনে দাড়িয়ে আছে, আমার দিখে একবার তাকাচ্ছে , আর একবার লজ্জা পেয়ে চোখ নিচে নামাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব?
হঠাৎ চাচা বললেন,
-- চল তোমরা সবাই জামাই বাবাজিকে নিয়ে ঘড়ে চল ৷
'জামাই বাবাজি' মানে? চাচা জামাই বাবাজি কাকে বলছে?
আমি আমার পেছেনে তাকালাম, নাহ আমার পেছনে তো কেউ নাই,
তাহলে চাচা কাকে জামাই বাবাজি বলল?
আমি চিন্তায় পড়ে গেলাম,
আমাকে চিন্তিত দেখে আম্মু বলল,,
-- এই নিয়ান কি ভাবছিস এত? তকে কিছু ভাবতে হবে না চল ঘড়ে চল আমি
তকে সব বুঝিয়ে বলছি !
আম্মু আমাকে রুমে নিয়ে গেল,
আমি বললাম,,,
-- আম্মু এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না? আর চাচা আমাকে জামাই
বাবাজি বলছে কেন?
-- নিজের মেয়ের হবু স্বামীকে জামাই বাবাজি বলবে নাতো কি বলবে?
-- মানে আমিইইই(অনেক অবাক হয়ে)
-- হুম তুই ই দিয়ার হবু বর, আগামীকাল তদের বিয়ে,,
-- আম্মুওওওও,,,(আমার প্রায় কান্নাই চলে এসেছে)
-- কি??
-- আমার পক্ষে এই পিচ্চিটাকে বিয়ে করা সম্ভব না ৷
হঠাৎ আব্বু রুমে ডুকে বলল,,
-- কি বললি তুই?(কিছুটা ধমক দিয়েই কথাটা বললেন)
-- হ্যা আব্বু আমি এই বিয়েটা করতে পারব না ৷ আর তাছাড়া আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার তো অনার্সই শেষ হয় নাই ৷
আব্বু-- শেষ হয় নাই তো কি হয়েছে?
বিয়ের পর অনার্স মাষ্টার্স সবই করবি ৷
-- আব্বুওওও,,,
-- আমি আর কোনো কথা শুনতে চাই না৷
এই বলে আব্বু আম্মু দুজনেই রুম থেকে বেড়িয়ে গেলেন ৷
পরের দিন একরকম জুর করেই আমার বিয়েটা হয়ে গেল ৷
রাতে আমি চাচাদের ছাদে এক কোণায় দাড়িয়ে রইলাম,,,আর মনে মনে ভাবতে সত্যিই কি আমার বিয়ে হয়ে গেল?? তাও কিনা একটা পিচ্চি মাইয়ার সাথে??
আমি কি এই পিচ্চিটাকে বউ হিসেবে মেনে নিতে পারব??
নাহ কোনো দিনও আমি অই পিচ্চিটাকে বউ হিসেবে মানতে পারব না??
আমি অনেক্ষণ ছাদে দাড়িয়ে আছি, ঘড়িতে দেখলাম রাত 12:35 বেজে গেছে,
পেছন থেকে হঠাৎ আদিবা(আমার ছোট বোন) ডাক দিল,,
-- ভাইয়া,,,তুমি এখানে, আর সবাই তোমাকে সারা বাড়ি খুজছে,
-- কেন খুজছে?
-- সেকি?? তুমি জাননা তোমাকে কেন খুজছে?
আজ না তোমার বাসর রাত? আর ভাবী সেই কখণ থেকে তোমার জন্য অপেক্ষা
করছে?আমি আদিবার সাথে নিচে নেমে আসলাম, আব্বু আমাকে দেখে রাগে কটমট করে এগিয়ে আসল আমার দিখে, এসেই আমার গালে ঠাসসস করে একটা চর মারলেন,তারপর বলল,,,
-- মেয়েটা তর জন্য সেই কখণ থেকে অপেক্ষা করে বসে আছে, আর তুই কিনা, যা
তাড়াতাড়ি ঘরে যা ৷
আমার মাথায় অনেক রাগ উঠে গেল, তবে বাবার উপর না, অই পিচ্চিটার উপর, অই পিচ্চিটার কারণেই বাবা আজ আমাকে মারল, আমি রাগে ফুসতে ফুসতেই রুমে ডুকলাম, দরজার খুলার আওয়াজ পেয়ে মেয়েটা দৌড়ে বেলকুনি থেকে বেড়িয়ে আসল, এসেই মাথায় ঘুমটা দিয়ে বিছানাতে বসে পড়ল,আমি বিছানার দিকে এগিয়ে গেলাম, আমি বিছানার পাশে এসে দাড়াতেই মেয়েটা বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে লাগল, পিচ্চিটা আমার পা ধরে সালাম করেই যাচ্ছে উঠার কোনো নাম গন্ধ নাই,
আমি ধমক দিয়ে বললাম,
-- এই পিচ্চি পা ধরে বসে আছিস কেন? উঠ বলছি?
-- তুমি উঠাবে না?
-- আমি কেন উঠাব?(রেগে)
-- আমি তো জানি বাসর রাতে বউ তার স্বামীকে পা ধরে সালাম করলে,স্বামী বউকে তুলে বুকে জড়িয়ে নেয়,,কথাটা বলতে বলতেই মেয়েটা আমার পা
ছেড়ে উঠে আমার সামনা সামনি লজ্জায় লাল হয়ে দাড়াল,,,,,
---------------------------------
-- ইইইহহ,,,শক কত, আমার বয়েই গেছে তর মত পিচ্চিকে জড়িয়ে ধরতে,
বলেই আমি পিচ্চিটাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিয়ে একটা বালিশ নিয়ে
সুফাতে চলে গেলাম, পিচ্চিটা আমার এই রকম ব্যবহার দেখে ভ্যাবাছেকা খেয়ে বিছানাতে পড়ে রইল,
পিচ্চিটা বিছানা থেকে উঠে এসে বলল,,,
-- তুমি পিল্জ বিছানাতে গিয়ে শুয়ে পড়, আমি না হয় সুফাতে ঘুমাই??
-- এই পিচ্চি আমাকে আর রাগাস না বলছি, তর ঘুম গিয়ে তুই ঘুমা এত দরদ দেখাতে আসিস না ৷
পিচ্চিটা আমার কথা শুনে আমার পাশে আর দাড়াল না, বিছানাতে গিয়ে শুয়ে পড়ল, সারাদিনের ক্লান্তিতে আমি যে কখণ ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করি নি,
সকালে কারো ডাকে ঘুম ভাঙল,,
আমি ঘুম ঘুম চোখেই বললাম,
-- আজকে ভার্সিটি যাবনা আম্মু আমাকে ঘুমাতে দাও ৷
-- এই যে, উঠ না নিচে তুমাকে সবাই ডাকছে ৷
-- উপপ,, আম্মু তোমাকে বললাম না ভার্সিটি যা......
হঠাৎ আমার মনে হল, আম্মু তো আমাকে এরকম ভাবে ডাকে না,
আমি চোখ খুলে তাকাতেই দেখি পিচ্চি আমার পাশে দাড়ায়ে হাসছে,,
পিচ্চিটাকে দেখে আমার মনে পড়ল আমি এখন চাচাদের বাড়িতে ৷
-- এই পিচ্চি হাসবি না বলছি, তর হাসি দেখলে আমার সারা শরির জ্বলে ৷
-- এমা,,,কোথায় জ্বলছে দেখি, ঔষধ লাগিয়ে দিব নাকি???(আবার হাসতে লাগল)
পিচ্চিটার সাহস দেখছি বেড়ে গেছে,
-- আমার সাথে টাট্টা করছিস?
-- টাট্টা করতে যাব কেন? তুমিই তো বললা তোমার সারা শরির জ্বলছে, তাই
আমি ভাবলাম ঔষধ লাগিয়ে দেই ৷ আচ্ছা ঠিক আছে ঔষধ লাগাতে হবে না, গোসল করে নাও তাহলে শরির আর জ্বলবে না ৷ পিচ্চিটা নিজের আলমারি থেকে একটা টাওয়াল বের করে আমার হাতে ধরিয়ে দিল৷
আমি টাওয়াল হাত থেকে ফেলে দিয়ে বললাম,,,
-- আমি এত সকালে গোসল করতে পারব না ৷
-- আচ্ছা তো গোসল করবে না, এত রাগ দেখানোর কি আছে?
-- আমি রাগ দেখাবোই, তাতে তর বাপের কি?
-- আমার বাপের কিছু না, কিন্তু আমার অনেক কিছু, কারণ আপনি তো আমার বর৷
-- তকে আমি বউ হিসেবে মানি না, আর কোনো দিন মানবও না ৷
-- তুমি আমাকে বউ হিসেবে না মানলেও আমি তোমাকে ঠিকই বর হিসেবে মানি ৷
আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আস, সবাই তোমার জন্য অপেক্ষা করছে ৷ আমি রেডি হয়ে নিচে নেমে এসে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে,
আমি আম্মুকে গিয়ে বললাম,,,
-- আম্মু আমি বাড়ি যাব ৷
-- হ্যা বাবা আজ বিকালেই আমরা বউমাকে নিয়ে বাড়ি যাব ৷ অই পিচ্চিটাকে
সাথে নিয়ে যাওয়ার কি দরকার, এই কথাটা বলতে গিয়েও বাবাকে দেখে আর বললাম না, যদি কালকের মত আবার মারে ৷
-- আম্মু এখন চলে গেলেই তো হয় ৷
-- এখন এত তাড়াহুর করে কিভাবে যাব, তুই নাস্তা করেছিস? যা কিছু খেয়ে নে ৷
দিয়া মা নিয়ানকে কিছু খেতে দে তো ৷
-- আচ্ছা চাচিআম্মা ৷(দিয়া)
-- সেকি রে,, তুই এখনও আমাকে চাচিআম্মা ডাকছিস? এখন থেকে আমাকে
শুধু আম্মু বলে ডাকবি?(আম্মু)
-- আচ্ছা ঠিক আছে !
তারপর পিচ্চিটা আমাকে বলল,,,
-- টেবিলে গিয়ে বস আমি খাবার আনছি ৷ আমি কিছু না বলে টেবিলে গিয়ে বসলাম,!
বিকালে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, হঠাৎ পিচ্চি এসে আমার হাতে একটা পান্জাবী ধরিয়ে দিয়ে বলল,,,
-- আম্মু বলেছেন এটা পড়তে ৷
আমি হাতে নিয়ে দেখি বিয়ের দিন যেই পান্জাবীটা পড়েছিলাম সেই পান্জাবী ৷
-- এত ভারি পান্জাবী আমি পড়তে পারব না ৷
-- সব সময় শুধু না না কর কেন?(কিছুটা ধমক দিয়ে বলল)
আমি পিচ্চিটার ধমক শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম,
-- এই টুকু পিচ্চির এত তেজ,(মনে মনে বললাম)
আমি আর কিছু না বলে পান্জাবীটা পড়ে নিলাম ৷
যাওয়ার সময় পিচ্চিটা অনেক কান্না করল,,
চাচা পিচ্চিটাকে আমার হাতে তুলে দিলেন, আর বললেন,,,
-- আমার মেয়েটাকে সুখে রেখ বাবা, কোনো দিন কষ্ট দিয় না ৷
আমি জবাবে চাচাকে কি বলব কিছুই বুঝতে পারলাম না ৷বাড়িতে ফিরে গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম,,সারা বাড়ি অনেক রকম বাতি দিয়ে সাজানো,
পিচ্চিটা গাড়ি থেকে নামতে গিয়ে আবার বসে পড়ল !
-- কি হল মা নামছিস না কেন?(আম্মু)
-- মাথা ঘুড়ছে আম্মু ৷
আমি এদিক সেদিক না তাকিয়ে সুজা ঘড়ের দিকে যেতে লাগলাম,
পিছন থেকে আম্মু ডাক দিল,,,
-- এই নিয়ান বউকে ফেলেই ঘরে চলে যাচ্ছিস ৷
-- ওর পা আছে, নিজেই হেটে যেতে পারবে ৷
ওকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে নাকি??(রাগী কন্ঠে)
-- হ্যা ভাল বুদ্ধি বের করেছিস, ওকে বরং কোলে করেই ঘরে নিয়ে যা ৷
-- কিহহহ?? আমি পারব না ৷
-- এ রকম রিয়েক্ট করছিস কেন? তকে নিজের বউকে কোলে নিতে বলল, অন্য
কাউকে কোলে নিতে বলে নাই ৷ (আব্বু)
-- আব্বু অই পি......
আব্বু আমাকে কথাটা বলতে না দিয়েই আবার বললেন,,
-- আমি আর কিছু শুনতে চাই না ৷
অতঃপর বাধ্য হয়ে পিচ্চিটাকে কোলে নিয়ে রুমে যেতে লাগলাম,,,
আমি পিচ্চিটার মুখের দিখে তাকিয়ে দেখলাম মুছকি মুছকি হাসছে ৷
ইচ্ছে করছে এখনই কোল থেকে নিচে ফেলে দেই,,,
আমি পিচ্চিটাকে নিয়ে রুমের দরজাতে আসতেই অবাক হয়ে গেলাম ৷ রুমের
দরজাতে পিচ্চিটাকে কোলে নিয়েই দাড়িয়ে রইলাম!!
--------------------------
সারা রুম ফুল দিয়ে সাজানো, সাদা গোলাপ লাল গোলাপ আরও ভিবিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো, রুমটাকে একেবার ফুলের বাগান বানিয়ে ফেলেছে ৷
এমনি আমার ফুলে এলার্জি, আর রুমে এত ফুল দেখে মাথাটাই গড়ম হয়ে গেল,
পিচ্চিটা আমার কোলেই ছিল, পিচ্চিটাও দেখলাম এতগুলা ফুল দেখে আমার মতই অবাক হয়ে তাকিয়ে আছে রুমের দিকে ৷
আমি পিচ্চিটাকে কোলে নিয়েই রুমে পিচ্চিটাকে বিছানাতে ছুড়ে ফেলে
দিলাম,
দিয়া-- আওচচচচ,,, ও মাগোওওওওও,,,,
কোমরটা ভেঙে গেল গোওওও...
আমি ভয় পেয়ে গেলাম,
এখন মেয়েটার কিছু হলে তো আব্বু আমাকে মেরেই ফেলবে,,
আমি পিচ্চিটার পাশে বসে বললাম,,,
-- সরি,,,সরি, দেখি কোথায় ব্যাথা পেয়েছিস,,,
পিচ্চিটা হেসে দিল,তারপর বলল,,,
-- আমি ব্যাথা পাই নাই, আমি জাস্ট দেখতে ছেয়েছিলাম আমি ব্যাথা পেলে তুমি
কিভাবের রিয়েক্ট কর ৷বলেই পিচ্চিটা একটা হাসি দিয়ে বিছানা থেকে উঠে ওয়াস রুমের দিকে যেতে লাগল,,
-- এই পিচ্চি তুই তো একটু আগে মাথা ব্যাথার জন্য হাটতে পারছিলি না, এখন
কিভাবে হাটছিস?
-- তোমার কোলে উঠার জন্য মাথা ব্যাথার ভান করছিলাম ৷
-- তুই তো একটা পিচ্চি সয়তান্নি, পিচ্চিটা একটা হাসি দিয়ে ওয়াস রুমে ডুকে
গেল, আমি রুমে বসে বসে ভাবতে লাগলাম,
না পিচ্চিটার সাহস অনেক বেড়ে গেছে, আমাকে এমন কিছু করতে হবে যাতে
পিচ্চিটা আমাকে ছেড়ে যেত বাধ্য হয়,
.
কিছুক্ষণ পর পিচ্চি একটা পাতলা থ্রি পিচ পড়ে বেরিয়ে আসল,
আমাকে বলল,,
-- যাও এখন ভারি পান্জাবীটা চেইন্জ করে আস ৷
-- আমি আমার পান্জাবী চেইন্জ করব কি না করব সেটা আমার ব্যাপার,,, আমার সব ব্যাপারে তকে এত নাক গলাতে হবে না ৷
-- তুমি সব সময় এমন কর কেন?
-- আমি এমন করবই, তাতে তর কি?
-- আমারই তো সব ৷
.
ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচ্চিটা রুমে নাই, হয়তো নিচে গেছে, আমি রেডি হয়ে নিচে চলে আসলাম, পিচ্চিটা আম্মু আব্বু আর আদিবার সাথে হেসে হেসে কথা বলছে,,
পিচ্চিটার কি সুন্দর নিস্পাপ হাসি,,
কি মায়া ভরা চোখ,
একদম মায়াবতী,,
এই আমি এসব কি ভাবছি,
আমি তো এইটুকু পিচ্চিকে কোনোদিনও বউ হিসেবে মানতে পারব না,
তাহলে কেন আমি পিচ্চিটার মায়ায় জরাচ্ছি?
-- কিরে এখানে দাড়িয়ে কি ভাবছিস, তর জন্য সেই কখন থেকে আমরা না খেয়ে বসে আছি, চল রাতের খাবার খাবি চল ৷(আম্মু)
-- সেকি আম্মু তোমরা এখনও খাও নাই?
-- নারে, আমরা অনেক বার দিয়াকে বলেছি চল আমরা খেয়ে নেই, নিয়ান একটু রাত করেই খাবার খায়, কিন্ত পাগলী মেয়েটা কি বলে জানিস? বলে তুই না খাওয়া পর্যন্ত অ নাকি খেতে পারবে না ৷ তাই আমরা ভাবলাম সবাই একসাথেই খাই,
দেখছিস মেয়েটা এখন থেকেই কি রকম ভালবাসে ৷ লক্ষী একটা মেয়ে ৷
বলেই আম্মু পিচ্চিটাকে বুকে জড়িয়ে নিলেন,,
পিচ্চিটা লজ্জায় লাল হয়ে আম্মুর বুকে মাথা রাখল,
আমি বিরবির করে বললাম,,,
লক্ষী না ছাই,,,সয়তানের হাড্ডি একটা,
-- কিরে বিরবির করে কি বলছিস?
-- আমার বউটা কি ভাল, আমার জন্য না খেয়ে বসে আছে.. এটাই বলছিলাম,,,
-- হুমম,, আচ্ছা চল এখন সবাই খেয়ে নেই, অনেক রাত হয়ে গেছে ৷
.
আমি সবার আগে খাবার শেষ করে রুমে এসে একটা বই হাতে নিয়ে সুফাতে শুয়ে শুয়ে পড়তে লাগলাম,,, পিচ্চি রুমে ডুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল,
আমি বললাম,,
-- এই পিচ্চি দরজা লক করছিস কেন?
-- দরজা লক করব নাতো কি করব?
-- আমি দরজা লক ছাড়াই ঘুমাই ৷
-- এখন থেকে দরজা লক করেই ঘুমাতে হবে, কারণ এখন থেকে তো তুমি আর একা ঘুমাবে না, এখন থেকে তুমার বউও তোমার সাথে ঘুমাবে, তাই দরজা লক করেই ঘুমাতে হবে ৷
আমি আর কিছু বললাম না ৷
পিচ্চিটা সারা বিছানা ঘুরে ঘুরে দেখতে লাগল ৷দেখছ আমাদের কি ভাগ্য আমরা দুই দুইটা বাসর রাত পেলাম, কিন্ত বাসর রাতের আসল কাজটাই করতে
পারলাম না ৷ চলো না আমরা ফেমেলি প্লেনিং শুরু করে দেই ৷
কথাগুলো বলতে বলতেই পিচ্চিটা পা ছড়িয়ে বিছানাতে মাথা নিচু করে বসে পড়ল৷
আমি সুফা থেকে উঠে আস্থে আস্থে পিচ্চি দিকে এগুতে লাগলাম,,
পিচ্চি আমাকে আসতে দেখে নড়েছড়ে ঠিক হল,, আর লজ্জায় লাল হতে লাগল,,
আমি একটু একটু করে পিচ্চিটার দিকে এগিয়ে যেতে লাগলাম,,
আমি পিচ্চি পাশে এসে দাড়ালাম,,
পিচ্চিটা এখনও মাথা নিচু করেই বসে আছে,,,জুরে জুরে নিশ্ষাস ফেলছে,
আমি হাটু মুড়ে পিচ্চিটার পাশে বসে পড়লাম,, পিচ্চিটার হাত আমার হাতে শক্ত করে দরলাম,,
পিচ্চিটা এবার লজ্জা মাখা চোখে আমার চোখের দিকে তাকাল,,
আমি বললাম,,
-- বোন,,,, তুই আমার ছোট্ট পিচ্চি বোন,, তর সাথে কি আমি এমন করতে
পারি বল??
দিয়া আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকাল,,,
তারপর মুখটা মলিন করে বলল,,,
-- ছি ছি,,, তুমি এসব কি বলছ,, নিজের বউকে কেউ বোন বলে?
-- দেখ দিয়া তুই এখনও অনেক পিচ্চি,, তর এখনও বিয়ের বয়স হয় নাই ৷
-- তুমি আমাকে যতটা পিচ্চি ভাবছ আমি কিন্তু ততটা পিচ্চি না ৷ বলেই দিয়া বিছানা থেকে উঠে দাড়াল,
আমিও উঠলাম,,
আমি বললাম,
-- তুই নিজেকে যতই বড় মনে করিস না কেন তুই পিচ্চি তাকবি ৷
-- না আমি পিচ্চি না ৷
-- হ্যা তুই পিচ্চি ৷
-- আমি পিচ্চি না ৷
এইগুলো বলছে আর আমার দিকে এগিয়ে আসছে,,
আমি এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছি,,
আমি পিছাতে পিছাতে হঠাৎ পিছনে দেয়ালের সাথে আটকে গেলাম,
-- এই প,পিচ্চি ক..কি করছিস?
-- আমাকে পিচ্চি বলবে না ৷
দিয়ার থেকে আমার শরির এক ইন্চি
দুরত্বে,, চোখ বন্ধ করে নিজের টোঠ আমার টোঠের দিকে এগিয়ে আনছে...💋
......
.........(চলবে )...........
0 Comments
Thanks for your valuable comment. We will be back soon.
Thank you 😊😊😊