এতো বছর পর আবারও চিঠি লিখছি তোমার তটে,
কাঙ্খিত ফাল্গুনে চিঠি পৌঁছাবে তোমার বঢে"!
তোমার নীল রঙের গল্পে আমি নীল পাঞ্জাবী পরে
অপেক্ষায় রইলাম তোমার"!
তুমি এসো দেখে যাও
তোমার নীল রঙে কতটুকু ঝলমলিয়ে তুলেছে আমাকে"!
আমি প্রাণপণে নীল আকাশে তাকিয়ে আছি তোমার অপেক্ষা'তে"!
২ কাপ চা গরম থেকে কবে যে
হিমালয়ের ঠান্ডা পানি'তে পরিণত হয়েছে তার খবর তুমি রাখনি,
২ কাপ চা অপেক্ষায় তোমার আমার এক হওয়ায়,,,
তুমি কী আসবে না আমার হাতের চায়ের কাপে চুমুক দিতে?
আমি যে অপেক্ষায় তোমার পথ চেয়ে"!
তোমার তো একা থাকার অভ্যাস অতিরিক্ত,
তাই বলে আমাকে ও দূরে ঠেলে দিচ্ছ?
তোমার একাত্বা আমাকে বড্ড বিষন্ন করে তুলে"!
আমি তোমার একত্বার অন্ধকার হবো"!
তোমার অগোছালো লম্বা চুল আমাকে আসক্ত করে,
তবে কী আসক্ত থেকে বিরত রাখতে আসনা আমার সামনে?
তবু আমি আসক্ত তোমার কল্পনাময়ী ছবিতে"!
আজ এখানেই ইতি টানলাম তোমাকে দেওয়া ফাল্গুনের চিঠিতে"!
আমার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ো
তোমার হাতে লিখে ফাল্গুনের চিঠির খামে"!
0 Comments
Thanks for your valuable comment. We will be back soon.
Thank you 😊😊😊