পাগলী

Ads Inside Post

পাগলী

পাগলী, তোরে বুকের মধ্যে রাখি। রাতভর তোরে স্বপ্ন দেখি। নিঃশ্বাসে তোর বিশ্বাস মেখে কল্পনায় তোর ছবি আকি। পাগলী, তোর ঠোটের কোণে সোনালী রোদ্দুরের ঝিলিক দেখি। কাজল পরা চোখের কোনে আলতো আমার ঠোট টি রাখি। পাগলী, তোর এলো চুলে আংগুলের ফাকে স্বপ্ন খুজি রুপোর বিছায় কোমরের ভাঝে কামনায় আমার মুখ টি গুজি। পাগলী, তোরে ভোরের আলোয় স্নান করাবো দুপুরের ঘাম শুসে নেবো। রাতভর তোরে শোষণ করে ভালবাসার ফসল ফলাবো। পাগলী, তোরে লাল শাড়ি দেবো হাত ভরা চুরি দেবো। সিথির ভাঁজে টায়রা পরাবো, চুলে বিলি কেটে ঘুম পারাবো। পাগলী, আমার ছোট্ট কুড়ে ঘরে তোরে নিয়ে বাসর সাজাবো। তোর বুকের মাঝে মুখ টি গুঝে তোর মুখ টি রাঙিয়ে দেবো। পাগলী, তোর গায়ে তে মিশে রবো। উত্তর, দক্ষিন, পশ্চিম কোনে তোরে নিয়ে বিশ্ব ঘুরবো। পাগলী, তুই শুধু আমার হবি আমার আকাশে ঘুরি উড়াবি। নুপুর পায়ে ছন্দ তুলে ভালবাসার ফুল ফুটাবি। পাগলী, তোর নিঃশ্বাসের ভিতর বিশ্বাসের উষ্ণতা ছড়াবো। তোর শরীরের ভাঝে ভাঝে আঙুলের ডগায় আল্পনা আকবো। পাগলী, তোরে এত ভালবাসি তোর বিহনে একলা থাকি তোরে জন্য বিশ্ব ঘুরে দুঃখ সব গায়ে মাখি। পাগলী, তোরে বুকের মদ্ধে রাখি।


Post a Comment

0 Comments