একজন নারী স্বাধীন ভাবে চলা ফেরা করবে, এ ব্যাপারে তো কারো অভিযোগ থাকার কথা না।
কিন্তু সেই স্বাধীনতা যদি নিজের ক্ষতি করে তাহলে তাকে কি আপনি নারী স্বাধীনতা বলবেন? নাকি নারীর সম্ভ্রমহানিতা বলবেন??
নারী স্বাধীনতা আমার নিজেরও কাম্য।অবশ্যই নিরাপত্তা বজায় রেখে ধর্মীয় অনুশাসনকে মেনে ।
আজ সুশীল সমাজের মুক্তমনা নারীরা খোলা মেলা পোশাক, টাইট জিন্স আর গেন্জি পরে উগ্র সাজে কোমর দুলিয়ে চলাফেরা করছে, কিংবা শাড়ি পরে পেট বের করে হাতাকাটা পাতলা ব্লাউজের নিচে অন্তঃবাস দেখিয়ে যুব সমাজের মাথা গুলিয়ে দিচ্ছে।
তাদের দেখে উঠতি বয়সি যুবকেরা কি করবে? হয় শীষ দেবে নয় নোংরা বুলি আউড়াবে, নয়তো হায়নাদের মত সুজোগ বুঝে ফালাফালা করে ফেলবে নরম দেহটাকে।
এই সব নারীদের এমন অসম্মান তো তাদের নিজেদেরই অর্জিত।
সুশীল সমাজের মুক্তমনা ছাগীরা যদি বলে, তারা মুক্ত পোশাকে স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করবে, তাতে কার কি??
এ ক্ষেত্রে অবশ্যই মুক্তমনের পাঠাগুলোর যথার্থ জবাব এটাই হবে, স্বাধীন দেশের স্বাধীন জিনিশ ভোগ করার অধিকর তো সবারই ....
অতএব, এই নিয়ে অযাথা লাফালাফি করে কোনো লাভ হবেনা।
আপনার আমার তাহলে তো করার কিছুই থাকেনা!
আপনি যদি বলেন, "আমি অধম তাই বলে তুমি উত্তম হবেনা কেনো"???
এই সব নীতিকথা এদেশ থেকে বহু আগেই বিলিন হয়ে গেছে। এদেশে এখন একটা নীতিই আছে, "জোর যার মুল্লুক তার"।
নারী পুরুষ সবাই যেমন এক চটিয়া খারাপ না তেমন একচেটিয়া ভাবে পীর দরবেশও না।
নির্লজ্জ নারীদের বেহায়াপনা দেখে অনেক ছেলেরা যেমন লজ্জায় মাথা নিচু করে মুখ ঘুরিয়ে পাশ কেটে চলে যায়। তেমনিভাবে আবার অন্দরে থাকা অনেক গৃহবধু, তরুণী, কিশোরী এমন কি ৭/৮ বছরের শিশুরাও এক শ্রেণির হায়নাদের হাতে লাঞ্চিত হয়।
ব্যাতিক্রম আগেও ছিলো এখনো আছে, ভবিষ্যৎতেও থাকবে।
যেদেশে বিচারের বাণী নিভৃতে কেঁদে বেড়ায় সেই দেশে যতটা সম্ভব নিজের নিরাপত্তা নিজেকেই দেওয়ার চেষ্টা করা উচিত।
৮৮% মুসলমানের দেশে ১% ও ইসলামী শাসনব্যাবস্থা নেই। আজ যদি ইসলামী আইন থাকতো তাহলে একজন খুনি ও ধর্ষকের সর্বচ্চো সাজা হতো মৃত্যুদন্ড।
সুতরং অপরাধ করার আগে যে কোনো অপরাধী কম করে হলেও ১০বার ভাবতো, আসলে সে কি করতে যাচ্ছে।
পরিশেষে আমি একটা কথায় বলতে চাই, প্রতিটি তরুণী/কিশোরী/বালিকার অন্তরে ঘুমিয়ে আছে ভবিষ্যৎ প্রজন্মের একজন মা।
সেই মাকে হতে হবে ধর্মীয় ও নৈতিক শিক্ষার অধিকারিণী, হতে হবে উন্নত সৎ মানসিকতা এবং অবশ্যই পবিত্র সতী-সাধ্বী।
নির্লজ্জ, কুরুচিপূর্ণ মানসিকতার মায়ের সন্তানরা কখনই সমাজে মাথা উচু করে দাঁড়াতে পারেনা। তারা বেড়ে উঠে নোংরা মানসিকতা নিয়ে। সমাজের বুকে তাদের ঠাই হয় অস্বাভাবিক, প্রতিবন্ধি ক্ষতিকর জঞ্জাল হিসেবে...
0 Comments
Thanks for your valuable comment. We will be back soon.
Thank you 😊😊😊