বিকাশ App দিয়ে যে ভাবে পল্লি বিদ্যুৎ বিল দিবেন। দেখে নিন, খুব সহজে!

Ads Inside Post

বিকাশ App দিয়ে যে ভাবে পল্লি বিদ্যুৎ বিল দিবেন। দেখে নিন, খুব সহজে!


আসসালামু আলাইকুম 
কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন।
বিকাশ দিয়ে কিভাবে বিদ্যুৎ বিল দেয় তা সবাই প্রায় জানে। তবে আমার পোস্ট করার টার্গেট হচ্ছে যারা জানে না যে কিভাবে বিল বিকাশ করে পাঠাতে হয় তাদের জন্য। তাই যারা জানেন তারা আর পোস্ট এ কমেন্ট করবেন না। আর যাদের সমস্যা হচ্ছে বিল দিতে তারা পোস্ট এ কমেন্ট করবেন।
চলুন শুরু করি তাহলেঃ-

যেভাবে বিল পে করবেন বিকাশ এ



  •  প্রথমে বিকাশ apps টা অপেন করে পিন পাসওয়ার্ড দিতে লগিন করে নিন। 
  • app এ লগিন করার পর নিচের মতো পে বিল এ চলে যান   
golpo-ghar.blogspot.com
golpo-ghar.blogspot.com

তারপর আপনি কোন কোম্পানির সেবায় বিদ্যুৎ সেবা নিচ্ছেন তা সিলেক্ট করুন। আমি পল্লি বিদ্যুৎ সিলেক্ট করলাম। 

golpo-ghar.blogspot.com
golpo-ghar.blogspot.com

যে মাস এর বিল দিতে চান সেই মাস সিলেক্ট করুন।  নিচের মতো  

golpo-ghar.blogspot.com
golpo-ghar.blogspot.com

এবার হচ্ছে আসল কাজ। আপনার বিল এর কাগজ এ দেখুন 13 ডিজিট এর একটি SMS  Account Number আছে তা খুজে বের করুন। 

golpo-ghar.blogspot.com
golpo-ghar.blogspot.com



  • লক্ষ রাখুন উপরের ছবিতে ২টা নাম্বার আছে 
  • ১. বিল নং
    ২. বিল হিসাব নং। 
  • বিল হিসাব নং হচ্ছে বিল sms account নাম্বার।
  • তারপর সেই SMS Account Number  বসিয়ে পে বিল করতে এগিয়ে জান  এ ক্লিক করুন।  নিচের মত 
golpo-ghar.blogspot.com
golpo-ghar.blogspot.com


এবার আপনাকে দেখাবে যে আপনার কত টাকা বিল হয়েছে। 
আমার ১৪৭ টাকা আসছে তাই ১৪৭ টাকা দেখাচ্ছেন। আপনি চাইলে আপনার বিল এর কাগজ এর সাথে মিলাতে পারেন ঠিক আছে কিনা। 

golpo-ghar.blogspot.com
golpo-ghar.blogspot.com
পরের ধাপে যেতে ট্যাপ করুন এ ক্লিক করুন, 
এবার আপনার পিন নাম্বার দিয়ে Next  দিন

golpo-ghar.blogspot.com
golpo-ghar.blogspot.com


তারপর Tap করে ধরে রাখুন। কিছু সেকেন্ড অপেক্ষা করুন। দেখবেন বিল সফল হলে নিচের মত মেসেজ আসবে 


golpo-ghar.blogspot.com
golpo-ghar.blogspot.com
এভাবে খুব সহজে আপনার বিল পে করতে পারবেন কোন জামেলা ছাড়াই৷ হয়তো অনেকে এই পোস্টটি খুজছিলেন। তারা পোস্ট টি কেমন হলো জানাতে ভুলবেন না।



Post a Comment

0 Comments