আমারও বসন্ত আসুক

Ads Inside Post

আমারও বসন্ত আসুক

golpo-ghar.blogspot.com
golpo-ghar.blogspot.com



      -Guru

স্রোতাস্বিনী,,,,,,,,,,,,,,,,,,,,
ভেবেছিলাম শীতের শেষ রজনিতে ;
একবুক উষ্ণতা নিয়ে তুমি আসবে।
কিন্তু তুমি এলে না;
তাই রুক্ষতা হলো সঙ্গি।

স্রোতাস্বিনী,,,,,,,,,,,,,,,,,,,
এদিকে ফাল্গুন এলো;
পলাশ শিমুলের ডাল
বসন্তের রঙে রাঙাতে ;
তরুন প্রানেও রং লাগলো।
শুধু সে রঙে রাঙালো না আমায়।

স্রোতাস্বিনী,,,,,,,,,,,,,,,,,,,,
আমিও তো বসন্ত চাই;
আর চাই কোকিল ডাকুক, আ
মুকুল আসুক; র
আর হলুদ গাঁধায় মন রাঙুক;
তোমাকে পেয়ে জীবনে এ
না হয় বসন্ত আসুক।

স্রোতাস্বিনী,,,,,,,,,,,,,,,,,,,,
তুমিহীন বসন্ত আমার কেমন করে হবে?
জীবনের সব রঙ যে তোমাতে মিশে আছে।
তুমি আসলেই বসন্ত আসবে। 



Post a Comment

0 Comments