![]() |
golpo-ghar.blogspot.com |
-Guru
আচ্ছা এই ভরা পূর্ণিমা রাতে;
আজও কি বকুল ফুটবে??
আজও সেই নীল শাড়ীটা পরবে??
গোলাপী রঙে ঠোঁঠ রাঙাবে;
আলতার রঙে পা ভেজাবে?
খোঁপা খুলে বারং বার ;
আলতো হাতের পরশে কেশ
ঠিক করতে করতে বারান্দায় আসবে?
আজও কি তোমার ঘরের জানালা খোলা থাকবে;
মিট মিট করে প্রদিপ জ্বলবে;
আবছা আলোয় তোমার দেখা মিলবে?
আজ কি পড়বে মনে;
আমার প্রথম লিখা কবিতা?
সেই সুরটাই আজও কি গুন গুন করে গাইবে;
আমার প্রিয় সেই গানের প্রথম কলি?
ঘুম ঘুম চোখে দেখবে কি;
আমি ফিরছি; না কি ফিরছি না?
একাই হয়তো ভাবছি আমি;
স্মৃতির পাতায় যা রেখেছো তুমি।
0 Comments
Thanks for your valuable comment. We will be back soon.
Thank you 😊😊😊