![]() |
golpo-ghar.blogspot.com |
-Guru
যদি কখনো আমার বুকের ময়নাদন্ত হতো
তাহলে বুঝতে তুমি কতোটা বর্গমাইল জুড়ে মিশে আছো।
শোন মেয়ে-
আমাদের একটা বসতভিটা হবে,বাড়ির ঠিক ডান পাশে
রক্তজবা গাছ থাকবে,উঠোনের পূবদিকে বকুলের চারা থাকবে!
বৃদ্ধ বয়সে আমরা জোছনার আলোয় বকুল ফুল কুড়াবো,
রক্তজবার শরীরে লেগে থাকা কুয়াশার রঙ দিয়ে
ভিজিয়ে দেব তোমার নাকের তিলটাকে।
শোন মেয়ে-
যখন আমাদের বয়স ষাট ছুঁই ছুঁই তখন
ভেজা কলইয়ের বুকে শুয়ে আকাশ দেখবো,
তাকিয়ে রবো গোধুলির পাখিদের দিকে।
গোধুলির আলোয় ফড়িং এর উড়াউড়ি দেখে
আমরা আরো কিছুদিন বেঁচে থাকার নকশা আঁকবো।
শ্রাবণের গভীরতম সন্ধ্যায় জং ধরা কার্নিশে বসে
বৃষ্টির কোরাসে কান পেতে দেব,
কদমগুচ্ছের শরীর বেয়ে ঝড়ে পড়া বৃষ্টির কণা দেখে
আমরা আরো কিছুদিন বেঁচে থাকার নকশা আঁকবো।
শোন মেয়ে-
শেষ বয়সে এসেও আমরা আঙুলে আঙুল রেখে
সমুদ্রের বুকে যাব,মেঘ ছুঁতে যাব নীলগীড়িতে।
বার্ধক্যজনিত রাতে আমরা আকাশের দিকে তাকিয়ে
আরো কিছুদিন বেঁচে থাকার নকশা আঁকবো।
0 Comments
Thanks for your valuable comment. We will be back soon.
Thank you 😊😊😊